হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট কালাই উপজেলা : প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও দলের প্রতি অটল থাকায় কালাই উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন-এর ভূয়সী প্রশংসা করেছেন নেতা-কর্মীরা। সম্প্রতি উদয়পুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তার ত্যাগ ও সাহসিকতার কথা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। একই সাথে দলের দুর্দিনে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
উদয়পুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন মামুনুর রশিদ মামুন। নিজের বক্তব্যে তিনি বলেন, “আমরা শহীদ জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী এবং কোনো প্রতিকূল পরিস্থিতিতেই মাথা নত করিনি।” তিনি আরও জানান, যখন রাজপথে নেতা-কর্মী খুঁজে পাওয়া যায় না, সেই দুঃসময়েও তিনি উদয়পুর ইউনিয়ন থেকে নেতা-কর্মীদের নিয়ে কালাই, জয়পুরহাট, ক্ষেতলাল, আক্কেলপুর, এবং রাজশাহীর মতো বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং সফল করেছেন। এই কারণে তাকে রাজনৈতিক হয়রানি ও মিথ্যা মামলার শিকার হতে হয়েছে।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা মামুনুর রশিদের এই অটল ভূমিকা এবং সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, এমন কঠিন সময়ে তার মতো নেতা-কর্মীর ত্যাগই দলের জন্য প্রেরণা। বক্তারা মনে করেন, বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় দলের সকল স্তরের নেতা-কর্মীর মধ্যে ঐক্য ধরে রাখা অত্যন্ত জরুরি।
এই আলোচনা সভা স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। তারা বিশ্বাস করেন, মামুনুর রশিদ মামুনের মতো দৃঢ়চেতা নেতৃত্বের অধীনে তারা আরও শক্তিশালী হবেন এবং আগামী দিনে দলের লক্ষ্য অর্জনে কাজ করে যাবেন।