দেবাশীষ মজুমদার ( দিপু ) আর অল্প কিছুদিন দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে সূত্রাপুর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি মজিবর রহমান আনু এক শুভেচ্ছা ও সচেতনতা বার্তা প্রদান করেছেন।
এক বার্তায় তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা আমাদের সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের শিক্ষা দেয়। উৎসবকে ঘিরে যাতে কোনো অশান্তি বা বিশৃঙ্খলা না ঘটে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন আনন্দ ও শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপন করতে পারে, এটাই আমাদের কামনা।”
তিনি আরও বলেন, “সূত্রাপুর থানা ৪৩ নং ওয়ার্ডসহ সারাদেশের সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের আমি অগ্রিম শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। দুর্গোৎসব সবার জীবনে আনুক শান্তি, আনন্দ ও সমৃদ্ধি।”