আব্দুস শহীদ শাকির জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
জকিগঞ্জ উপজেলার বিলেরবন্দ গ্রামের এমাদ উদ্দিন তার পরিবারের নিরাপত্তা ও যাতায়াতের অধিকার রক্ষায় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে আজিজিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, স্থানীয় একটি পক্ষের প্রভাব ও বিরোধকে কেন্দ্র করে তাদের পরিবার দীর্ঘদিন ধরে অযথা হয়রানির শিকার হচ্ছে।এমাদ উদ্দিন জানান, প্রায় ১৫ বছর ধরে তারা নিজস্ব ক্রয়কৃত জমির ওপর নির্মিত রাস্তা ব্যবহার করে আসছেন। কিন্তু প্রতিবেশী লিটন আহমদ নিয়মিত মামলা-মোকদ্দমা ও মাদকাসক্তদের আড্ডার মাধ্যমে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করেন। পারিবারিক নিরাপত্তার স্বার্থে দেয়াল নির্মাণ করলে তা ভেঙে ফেলার হুমকিও দেওয়া হয়।তিনি বলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একাধিক বৈঠকে সিদ্ধান্ত হয় লিটন আহমদ পুরনো রাস্তা ব্যবহার করবেন। এমনকি উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতেও বিকল্প রাস্তা নির্মাণ ও আর্থিক সহায়তার ভিত্তিতে সমঝোতা হয়। কিন্তু এর পরদিনই (২৪ সেপ্টেম্বর) কোনো নোটিশ ছাড়াই উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড ও পুলিশ তাদের মালিকানাধীন দেয়ালের চার থেকে পাঁচ ফুট ভেঙে দেন।এমাদ উদ্দিন অভিযোগ করেন, এসিল্যান্ড এসময় প্রকাশ্যে নানা ধরনের হয়রানির হুমকি দেন এবং জেলা প্রশাসকের নির্দেশের কথা উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা প্রশাসনের কাছে পরিবার ও সন্তানদের নিরাপত্তা চাই, নিরপেক্ষ ভূমিকা চাই। কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভেঙে ফেলা হয়েছে—এর সঠিক তদন্ত চাই।”তিনি আরো অভিযোগ করেন, গতকাল প্রশাসনের উপস্থিতিতে এসিল্যান্ড যেটুকু দেয়াল ভেঙ্গে এসেছিলেন রাতে তারা দ্বিগুন অংশ ভেঙে দিয়েছে। এমনটা ধারনা আমাদের ছিল, তারা প্রশাসনকে ব্যবহার করে আমাদের পুরো সম্পত্তির ক্ষতি সাধন করতে পারে।তিনি প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের বিবেকবান মানুষের প্রতি হস্তক্ষেপের আহ্বান জানান।এ বিষয়ে জকিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রনয় বিশ্বাস জানান, কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে দেয়াল নির্মান করতে হলে পৌরসভার পূর্বানুমতি নিতে হয়। এ ক্ষেত্রে তারা কোন অনুমতি না নিয়ে দেয়াল নির্মান করে জনদূর্ভোগ সৃষ্টি করেছে। আমরা তাদেরকে নোটিশ দিবো, তবে আপাতত জনদূর্ভোগ কমাতে ঐ দেয়ালের কিছু অংশ ভেঙে দেয়া হয়েছে।