মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে মুজিবনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতাররা হলেন- মোঃ আল-আমিন (২২) ও মোঃ সিরাজুল ইসলাম (২১), উভয়েই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটককৃতদের তল্লাশী করে পিকআপের চালকের আসনের নিচ থেকে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা এবং পিকআপটির মূল্য প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।