আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বেলা ১১ টায় উমার ইউপির হলরুমে জাকস ফাউন্ডেশন, জয়পুরহাটের আয়োজনে ইসিসিসিপি-ড্রট প্রকল্পের
সিসিএজি সদস্যদের ‘খরা সহিষ্ণু ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালার উদ্বোধন করেন উমার ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আবু জাফর সিদ্দিক।
জাকসের কমিউনিটি মবিলাইজেশন অফিসার (কৃষি) মোঃ মনজুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম, একাউন্টেন্ট কাম এমআইএস অফিসার মোঃ ফরহাদ হোসেন, সিনিয়র হিসাব কর্মকর্তা মোঃ মাহবুব আলম, কমিউনিটি মবিলাইজেশন অফিসার সিভিল অনিক মাহমুদ প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি
কর্মকর্তা মোঃ মারুফ হোসেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে অত্র ইউনিয়নের ২০ জন প্রশিক্ষণার্থীকে পানির অপচয় রোধে কৃষিতে এডব্লিউডি’র ব্যবহার, ফসলের পোকামাকড় দমনে সেক্স ফেরোমনের
ব্যবহার, জৈব বালাইনাশক প্রযুক্তি এবং কেঁচো সার উৎপাদন ও এর সঠিক ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়। উমার ইউপি ছাড়াও আগ্রাদ্বিগুন, আলমপুর, আড়ানগর ও খেলনা ইউনিয়নে আরও ২৪০ জন কৃষককে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।
প্রশিক্ষণ বিষয়ে প্রকল্প সমন্বয়কারী মোঃ শরিফুল ইসলাম বলেন, ‘এই
প্রশিক্ষণের উদ্দেশ্য হচ্ছে মাঠ পর্যায়ে কৃষকরা খরা সহিষ্ণু ফসল কিভাবে
চাষাবাদ করবেন সে সম্পর্কে সম্মুখ জ্ঞান বা ধারণা প্রদান করা। আমরা
আশাকরি কৃষক ভাইয়েরা এই প্রশিক্ষণ গ্রহণ করে খরা সহিষ্ণু ফসল উৎপাদনে আরো বেশি আগ্রহী হবেন এবং পানির সঠিক ব্যবহার নিশ্চিত করবেন। এ প্রশিক্ষণ কর্মসূচি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় জাকস ফাউন্ডেশন, সবুজনগর, জয়পুরহাট বাস্তবায়ন করছে।