,,,,স্টাফ রিপোর্টার,,,,
মাননীয় পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন মহোদয়ের সার্বিক দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মশিউর রহমান মন্ডল এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা মাদক ও অপরাধ নির্মূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ ০৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ রাত ২০.৫৫ ঘটিকায়, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পাবনা জেলার সদর থানাধীন পাবনা পৌরসভার ০১ নং ওয়ার্ডের মোশারফ চেয়ারম্যানের গলির জনৈক স্বপর এর বাড়ির সামনে সাদেক দফাদার রোডে অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে উক্ত স্থান থেকে ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ নিম্নোক্ত তিনজনকে গ্রেফতার করা হয়ঃ
মাদক ব্যবসায়ী ১:
মোহাম্মদ আব্দুস সালাম (৬৩)
পিতা: মৃত মতিয়ার রহমান
মাতা: মোছাঃ সুফিয়া খাতুন
সাংসারিক ঠিকানা: কৃঞ্ষপুর, পাবনা পৌরসভা, ওয়ার্ড-০১ (সাদেক দফাদার রোড),
থানা: পাবনা সদর, জেলা: পাবনা
2. মাদক ব্যবসায়ী ২:
মোঃ আব্দুর রাজ্জাক (৫৮)
পিতা: মৃত হাজী রওশন প্রাং
মাতা: মৃত মালেকা বেগম
সাংসারিক ঠিকানা: কৃঞ্ষপুর, পাবনা পৌরসভা, ওয়ার্ড-০১ (সাদেক দফাদার রোড),
থানা: পাবনা সদর, জেলা: পাবনা
3. সহযোগী মাদক ব্যবসায়ী ৩:
মোঃ হাবিবুর রহমান (৪২)
পিতা: মোঃ ফরজ মালিথা
মাতা: মোছাঃ রেহেনা বেগম
সাংসারিক ঠিকানা: চর কুরুলিয়া, ইউনিয়ন- লক্ষীকুন্ডা, ওয়ার্ড-০৯,
থানা: ঈশ্বরদী, জেলা: পাবনা
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পাবনা জেলা গোয়েন্দা শাখা মাদকমুক্ত সমাজ গঠনে বদ্ধপরিকর এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে।