হারুন অর রশিদ, স্টাফ রিপোর্টার :
জয়পুরহাটের কালাই উপজেলার পুনটে লোক সংস্কৃতি পরিষদের ৩১ বছর পূর্তি উপলক্ষে ‘গুণীজন সম্মাননা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন, শুক্রবার বিকেল সাড়ে তিনটায় স্বেচ্ছাসেবী সংস্থা হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (এইচডব্লিউএ)-এর সহযোগিতায় কালাই উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোক সংস্কৃতি পরিষদের সভাপতি, বিশিষ্ট কবি ও সাহিত্যিক আব্দুল মজিদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স এন্ড ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন অর রশিদ টুটুল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল মজিদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখার রহমান, কবি যতন কুমার দেবনাথ এবং হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সংবাদকর্মী মুনছুর রহমান।
অনুষ্ঠানে জয়পুরহাট জেলার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ৬ জন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন: গীতিকার ও সুরকার শামসুদ্দীন হীরা, সাংবাদিক ও কলামিস্ট মোঃ মুরশীদ আলম, কবি-কলামিস্ট ও সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শিক্ষক ও শিক্ষানুরাগী (মরণোত্তর) মোঃ আতাউর রহমান, শিক্ষানুরাগী ও সমাজ হিতৈষী মোঃ আব্দুল করিম, এবং দেশবরেণ্য ক্রীড়াবিদ ও সংগঠক মোঃ আফজাল হোসেন। তাঁদের প্রত্যেককে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা কারিমন নেছা মুনি। কোরআন তেলাওয়াত করেন শায়েখ মাওঃ মামুনুর রশীদ।