মোঃ রিপন শেখ ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গুচ্ছগ্রামে অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতঘর আংশিক পুড়ে গেছে। শনিবার (২০ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সোহেল শেখ বলেন, সকাল ৭টার দিকে জীবিকার তাগিদে অটোভ্যান নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। পরে সকাল ১০টা দিকে প্রতিবেশীরা ফোনে খবর দেয় তার বসতঘরের বারান্দায় আগুন লেগেছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও বারান্দা ও সেখানে রাখা কিছু মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
সোহেল শেখের একটি ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ করেন , তার অনুপস্থিতিতে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা ইচ্ছাকৃতভাবে ঘরে আমার( ১৯৭ঘরে নং) আগুন ধরিয়ে দিয়েছে। এ বিষয়ে তিনি ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।