আব্দুস শহীদ শাকিরজকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি।
সিলেটের জকিগঞ্জে সরকারি কলেজের প্রধান ফটক নির্মাণের কাজ পুনরায় চালু করার দাবিতে জকিগঞ্জ টু রতনগঞ্জ মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।বৃহস্পতিবার, (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে কলেজের সামনের প্রধান সড়কে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচি পালন করে। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ও অফিসের যাত্রীরা।
জানা যায়, জকিগঞ্জ সরকারি কলেজের দীর্ঘদিন থেকে বন্ধ থাকা প্রধান ফটক নির্মাণের কাজ অবিলম্বে শুরু করার দাবিতে শিক্ষার্থীরা “জকিগঞ্জ সরকারি কলেজের ছাত্র-ছাত্রী বৃন্দ” ব্যানারে একত্রিত হয়। তারা বেঞ্চ ও ডেস্ক রাস্তায় এনে সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়। ফলে সড়কে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাসহ অনেক যানবাহন আটকা পড়ে। এতে যাতায়াতকারী যাত্রীরা চরম বিপাকে পড়েন।শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী যাত্রী জানান, কলেজের অভ্যন্তরীণ দাবির জন্য সাধারণ মানুষকে এভাবে ভোগান্তিতে ফেলা অযৌক্তিক।
এদিকে, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ব্যাপক সমালোচনা চলছে। বিভিন্ন লাইভ ভিডিওর মন্তব্যে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, দাবি আদায়ের জন্য সড়ক অবরোধ করে সাধারণ মানুষকে কষ্ট দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের মতে, এই দাবি কলেজ ক্যাম্পাসের ভেতরে বা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত ছিল।