মোঃ মুজিবুর রহমান মল্লিক স্টাফ রিপোর্টার(বিকাল বার্তা)
খুলনা বটিয়াঘাটা উপজেলা এক নম্বর জলমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম বাদল হাওলাদারের অপার সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়ে খুলনা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন,বাদল হাওলাদার জালান তিনি ২৯/ ৭/ ২০২৫ তাং আনুমানিক সাড়ে ৬টার দিকে জলমা
ইউনিয়নের দারোগা ভিটা নামক এলাকায় সমিতির কালেকশন করে ফেরার পথে এক নম্বর জলমা ইউনিয়ন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির
আসাবুর হাওলাদার এর অফিসের সামনে দিয়ে
যাওয়ার সমই আসাবুর হাওলাদার ডাক দিয়ে তার গতিরোধ করে পরবর্তী সঙ্ঘবদ্ধ ভাবে থাকা বটিয়াঘাটা উপজেলা যুবদলের ১ম যুগ্নো আহবায়ক মৃত গনি হাওলাদারের পুত্র আজমল হোসেন লিটন বাদলকে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দেয় এবং সাথে থাকা বটিয়াঘাটা উপজেলা যুবদলের সদস্য দারোগা ভিটা এলাকার মোজাম জমাদ্দারের পুত্র বাপ্পি জমাদ্দার তেঁতুলতলা গ্রামের সাত্তার হাওলাদারের পুত্র
সাদ্দাম হাওলাদার জয়নাল সিকদার এর পুত্র রাকিব শিকদার, আজমীর সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজন এলোপাতাড়ি ভাবে বিভিন্ন দেশিয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় জখম করলে সহযোগিতায় তাকে জরুরী চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়,,
আহত বাদল হাওলাদার আরো জানান সে খুলনায় ১ আসনের সংসদ সদস্য প্রার্থী আমির এজাজ খানের পক্ষে ফেসবুকে বিভিন্ন পোস্ট দেওয়া ও জলমা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পকেট কমিটি করায় ফেসবুকে এর প্রতিবাদ করাই- যার ক্ষোবে হত্যার উদ্দেশ্য পরিকল্পিত ভাবে তার ওপর হামলা করে,তিনি আরো জানান আশরাফুল হাওলাদার সহ তার ভাইয়েরা রোহিঙ্গা মারি মৌজার হিন্দুদের জমি সহ বিভিন্ন মানুষের জমি জাল জালিয়াতি করে কোটি কোটি টাকার সম্পত্তি বানিয়েছে এছাড়া তাদের নেতৃত্বে ওই এলাকার মাদক ব্যবসা চলে তাছাড়া আসাবুর রহমান ও আজমাল হোসেন লিটনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ একাধিক মামলা রয়েছে তারা ওই এলাকার একটি সাম্রাজ্য তৈরি করেছে এলাকায় তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ থাকার কারণে তাদের সাবেক জেলা ও থানা কমিটি তাদের গুরুত্বপূর্ণ পথ দেয়নি তারা এই বিষয়ে সাবেক জেলা এবং এজাজ ভাইকে দায়ী করে এর জন্য এই সন্ত্রাসীরা এজাজ ভাইয়ের বিরোধিতা করে,
আমরা এই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই এবং বিএনপি’র কেন্দ্রীয় নেতাদের প্রতি দাবী জানাই যাতে এই দখলবাজ সন্ত্রাসীরা বিএনপি তে থাকতে না পারে তাদের যেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ বিষয়ে কোন মামলা হইনি তদন্ত চলছে।