সুদীপ্ত মিস্ত্রী খুলনা প্রতিনিধিঃ
পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে কর্মরত ৩৯ কর্মকর্তা পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার হয়েছেন। আজ সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব তৌছিফ আহমেদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদান পত্র দাখিল করবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
খুলনা জেলার পিবিআই এডমিন অফিসার জনাব এম এম মিজানুর রহমান এ প্রজ্ঞাপনে তালিকায় ১২ নম্বরে আছেন। তিনি খুলনা সদর থানা,হরিনটানা থানা,পিবিআই,ডিবি,ট্যুরিষ্ট পুলিশ সহ প্রশাসনিক সকল সেক্টরে নিষ্ঠার সহিত কাজ করে এসেছেন।
সংবাদকর্মীদের সাথে শুভেচ্ছা বক্তব্য তিনি বলেন,বিগত দিনে চাকরী জীবনে সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে এসেছি। যার ফলশ্রুতিতে মহান আল্লাহতালা আজ আমাকে এখানে এনেছেন। নতুনভাবে দেশ ও জাতির সেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার আশা ব্যাক্ত রাখেন ও তিনি দেশ ও জাতির মঙ্গল কামনা করেন।