নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতি একটি ফেসবুক আইডি থেকে বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন এর পরিবারকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। এতে বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেনকে ভুয়া মুক্তিযোদ্ধা ও তার ছেলেমেয়েদের চাকরি খাওয়ার হুমকি প্রদান করে এবং বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর হোসেন কে অকথ্য ভাষায় গালি গালাজ করেন। কিন্তু জাহাঙ্গীর হোসেন বগুড়া সদর উপজেলার নামুজা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা এবং প্রকৃত মুক্তিযোদ্ধা। মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন আমি ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করে এবং দেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছি এবং মুক্তিযোদ্ধা চলাকালে আমি আহত হয়েছিলাম। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা। আমাকে এবং আমার ছেলেমেয়ে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে স্ট্যাটাস দিয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ও আমার ছেলেমেয়েরা বর্তমানে সরকারি চাকরী করে বলে বর্তমান প্রেক্ষাপটে আমাকে এবং আমার পরিবারের লোকজনকে হয়রানি করার জন্য সে এমন স্ট্যাটাস দিয়েছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস কারী বগুড়া সদর উপজেলার একজন ছাত্রদল কর্মী মোঃ আরাফাত রহমান, পিতাঃ মোঃ সাইদুর রহমান সাজু, গ্রামঃ মথুরা, পোঃ চাঁদমুহা হাট, থানা ও জেলাঃ বগুড়া সদর এবং সহোদর ছোট ভাইয়ের ছেলে। আমাদের পৈতৃক জমি নিয়ে বিবাদ রয়েছে। যার জন্য আমার ভাস্তে আরাফাত রহমান রাফি বগুড়া জেলা পর্যায়ের নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে এবং তার ছাত্রদলের ক্ষমতার অপব্যবহার করে আমাকে এবং আমার পরিবার কে হয়রানী করার জন্য এবং আমার মান-সম্মানের ক্ষতি করার জন্য এইসব লিখেছে। আমি এর তীব্র নিন্দা জানায় এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।