স্টাফ রিপোর্টার:
কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসী দম্পতির হাতে আটক এক স্কুলছাত্রীকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে রাজাপালং ইউনিয়নের ধলিয়াঘোনায় ছৈয়দ আলম ও তার স্ত্রী রোমা আক্তার কুতুপালং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী লামিয়া আক্তার সুমাইয়াকে (১৭) জখম করে নিজ বাড়িতে আটক রাখে বলে অভিযোগ পাওয়া যায়।
লামিয়ার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে তাদেরকেও অস্ত্রের মুখে হুমকি দেওয়া হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে উখিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।
এ ঘটনায় লামিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। উখিয়া থানার ওসি জিয়াউল হক জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, স্থানীয়রা দ্রুত আসামিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।