উপজেলা প্রতিনিধি, পাইকগাছা:
পাইকগাছা উপজেলার ,চাঁদখালী ইউনিয়নের, ওড়াবুনিয়া গ্রামের ভয়ংকর মাদক ব্যবসায়ী ও সেবনকারী কাজল বিশ্বাস এর গাঁজা সেবন ও মধ্যপ রত অবস্থা প্রতিবেদকের ক্যামেরায় ধরা পড়েছে। কাজল বিশ্বাস অত্র অঞ্চলের একজন ভয়ঙ্কর প্রকৃতির মানুষ । কাজল বিশ্বাস এর বিরুদ্ধে গত ৬ সেপ্টেম্বর,২০২৫ অনলাইন পোর্টাল মর্নিং পোস্ট ডট কম এবং জাতীয় দৈনিক বিকাল বার্তা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গোপন সূত্রে আরও জানা যায় যে কাজল বিশ্বাস বিভিন্নভাবে এলাকার শান্তি প্রিয় মানুষদের হেনস্তা করে আসছে এবং তাদের জীবননাশের হুমকিও দিচ্ছে। এর জন্য সমাজের কোন মানুষ তাকে কিছু বলতে পারেনা। বলতে গেলে তাদেরকে মেরে ফেলার হুমকিও দেয়।গত ৬ সেপ্টেম্বর,২০২৫ পত্রিকায় প্রকাশিত সংবাদটি পাইকগাছা থানা পুলিশ অবহিত আছে বলে ধারণা করা হচ্ছে । কিন্তু এই ভয়ংকর মাদক ব্যবসায়ী ও সেবনকারীর বিরুদ্ধে থানা পুলিশ আজও কোন ব্যবস্থা নেয়নি। এই মাদক বিক্রেতা এবং সেবনকারীর দ্বারা অত্র এলাকার অনেক যুবসমাজ আজ ধ্বংসের মুখে। এখনই যদি কাজল বিশ্বাসের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া না হয় তাহলে অনেক যুবসমাজ অকালে পথ হারিয়ে বিপথে চলে যাবে। ইতিমধ্যে অনেক পরিবারের যুবক সদস্যরা কাজল বিশ্বাসের ফাঁদে পড়ে মাদক সেবন সহ অনেক কিছু হারিয়েছে। এমন ঘটনা যদি সামনে আরো চলতে থাকে তাহলে তার হাত থেকে অনেকেই রেহাই পাবে না। কাজল বিশ্বাসের ,পিতা- সন্তোষ বিশ্বাস অনেকবার প্রতিবাদ করেছে। কিন্তু তার পিতা, তার কাছে অসহায়। এই নিউজ এর মধ্য দিয়ে পাইকগাছা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যাতে দ্রুত ব্যবস্থা নিয়ে যুব সমাজকে সঠিক পথে ফিরিয়ে আনা যায়। এছাড়া সকল তথ্য প্রমাণ অনলাইন পোর্টাল মর্নিং বিডি ডট কম এবং জাতীয় দৈনিক বিকাল বার্তা অফিসে গচ্ছিত আছে ।