মোঃ সজীব ইসলাম,স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডিমলা উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপন নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করে ডিমলা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, ডিমলা।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরানুজ্জামান।
এসময় আরো উপস্থিত ছিলেন, ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, নীলফামারী জেলা বিএনপি’র সদস্য ও শহীদ জিয়া কলেজের অধ্যক্ষ মোঃ মনোয়ার হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রণ্ট ডিমলা উপজেলার সভাপতি বাবু উৎপল কান্তি সিং প্রমূখ।
এসময় উপজেলার ৭৬টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান বলেন, “শারদীয় দুর্গাপূজা একটি সর্বজনীন উৎসব। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসন সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে, যাতে পূজার উৎসবমুখর পরিবেশ অক্ষুণ্ণ থাকে। ডিমলা উপজেলায় সম্প্রীতির যে ঐতিহ্য রয়েছে, সেটি বজায় রেখে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করা হবে, ইনশাআল্লাহ।”
সভায় পূজা মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণ, দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি প্রতিটি মণ্ডপে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা আরও আশা প্রকাশ করেন, প্রশাসন ও স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণে ডিমলায় শারদীয় দুর্গাপূজা হবে নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর।