ফরিদপুর প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এসপি মো. আব্দুল জলিল বলেন, “ফরিদপুর জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতির এক চমৎকার মেলবন্ধন রয়েছে। এ সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।”
তিনি জানান, এ বছর জেলায় ৭৫৭টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে পূজা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের গুজব ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধেও বিশেষ নজরদারি করা হচ্ছে।
পুলিশ সুপার পূজারীদের উদ্দেশে বলেন, “ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে মানানসই গান পরিবেশন করা উচিত। তবে কোনোভাবেই ডিজে গান বাজানো যাবে না। এছাড়া পূজা বিসর্জনের সময় মন্দির কমিটিকে সক্রিয় থাকতে হবে।”
আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে জেলায় দুর্গাপূজা শুরু হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন পিয়ালসহ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।