মোঃ রিপন শেখ ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গুচ্ছ গ্রামে চার দিনের ব্যবধানে টানা চারটি বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে কে বা কারা এসব ঘটনার সাথে জড়িত তা এখনো জানা যায়নি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে। এসময় গ্রামের মামুন শেখের (ঘর নং-১৯১) বাড়ির পেছনে রাখা খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়। এরপর শুক্রবার দুপুরে একই গ্রামের সেমার ঘরে আগুন দেয়।
শনিবার গভীর রাতে একই গ্রামের সোহেল শেখের (ঘর নং-১৯৭) ঘরে অগ্নিসংযোগ করা হয়। সবশেষ সোমবার দিবাগত রাত ২টার দিকে দেলোয়া খালাসীর ঘরে পিছনে একচালা টিনের ঘরে থাকা একটি মোটরসাইকেলেও পেট্রোল ঢেলে আগুন লাগানো হয়।
ক্রমাগত এসব অগ্নিকাণ্ডে গ্রামজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে এখনো পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও দুষ্কৃতিকারীদের বিষয়ে কোনো সঠিক তথ্য মেলেনি।