1. jnsbd24@gmail.com : admin :
কাউনিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার - দৈনিক বিকাল বার্তা
২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৪|
শিরোনাম :
টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।  জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দলের বিক্ষোভ মিছিল ভাঙ্গায় দুটি ইসলামিক সংগঠনের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। খুলনা জেলার স্টাডি ট্যুরে আগমন জনাব টিএম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা মহোদয়। সংবাদ প্রকাশ করার পর লন্ডনে ভোক্তভোগীকে মেরে ফেলার হুমকি।  পিতার দেওয়া সম্পত্তি জবর-দখলের চেষ্টা ভুক্তভোগী পরিবারের মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ভাঙ্গা-ফরিদপুর সড়কে বাস খাদে পড়ে শিশুসহ ১৫ জন আহত

কাউনিয়ায় স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেফতার

Reporter Name
  • প্রকাশকাল : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২ বার পড়া হয়েছে

 

মন্জুরুল আহসান শামীম

স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় গৃহবঁধু আয়শা আক্তার সুখী যোতুকের জন্য হত্যা মামলার প্রধান আসামী স্বামী জুয়েল ইসলামকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জুয়েল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, আজ ২২ (সেপ্টেম্বর) সোমবার আসামী জুয়েলকে নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এর ১১(ক)/ ৩০ ধারায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী উপ-পরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, ৫ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় উপজেলার নিজপাড়া গ্রামে স্বামীর বসতবাড়ীর ঘর থেকে স্ত্রী আয়শা আক্তার সুখীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে সুরাতহাত প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ঘটনার পর স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এলাকা থেকে পালিয়ে অন্য জেলায় আত্মগোপনে চলে যায়।

নিহতের স্বজনদের অভিযোগ ছিল, যৌতুকের দাবী পুরন করতে না পারায় আয়শা আক্তার সুখীকে হত্যার পর তার লাশ ওড়নার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় স্বামী জুয়েল ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় নিহত সুখীর পিতা বাদী হয়ে জুয়েলকে প্রধান আসামী সহ পাঁচজনের বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যা ও সহায়তার ধারায় মামলা দায়ের করে।

পরে তথ্য প্রযুক্তির সহায়তায় (২০ সেপ্টেম্বর) শনিবার রাতে র‌্যাব অভিযান চালিয়ে খুলনার বটিয়াঘাটা থানাধীন এলাকা থেকে আসামী জুয়েলকে আটক করে সংশ্লিষ্ট থানা পলিশের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে তিনি সহ সঙ্গি ফোর্স রবিবার দুপুরে বটিয়াঘাটা থানায় হেফাজতে থাকা আসামী জুয়েলকে গ্রেফতার করে গভীর রাতে থানায় নিয়ে আসা হয়।

মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান বলেন, ঘটনার রহস্য উদঘাটন ও এজাহারভুক্ত অন্য আসামীদের গ্রেফতারে নিবিরভাবে জিজ্ঞাসাবাদের জন্য আসামী জুয়েলকে রিমান্ড চেয়ে আদালতে আবেদনের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।
error: Content is protected !!