স্টাফ রিপোর্টার
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় দুল হাজারা ইউনিয়নের মালুমঘাট ঢালায় রশি দিয়ে মোটরসাইকেল আটকিয়ে সশ’স্ত্র ডাকাত দলের হাম’লায় মাহমুদুল হক নামে এক যুবক নিহ’ত হয়েছেন।
এসময় ডাকা’তদের হাম’লায় আরো ৪ জন আহ’ত হয়। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘট’না ঘটে।
নিহ’ত মাহমুদুল হক উখিয়া বালুখালী এলাকার বলে জানা গেছে।
খবর পেয়ে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার আহ’তদের খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান।