মিজান, বরগুনা জেলা প্রতিনিধি”‘
বেতাগী উপজেলার ৫ নং বুড়া মজুমদার ইউনিয়নের বদনীখালী বাজারে ধানের শীষের পক্ষে প্রচারণা করেন কর্নেল হারুনুর রশিদ খান পিএসসি,এমএসসি, ইউএন বিএম (অবঃ)। এ সময় তার সাথে স্থানীয় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাজারের মানুষের সাথে কুশল বিনিময় করেন তিনি। সাধারণ মানুষের অসুবিধার কথা শুনেন। বাজারে উপস্থিত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ বলেছেন আগামী সংসদ নির্বাচনে আমরা সৎ এবং নিষ্ঠাবান প্রার্থী চাই।কর্নেল হারুনুর রশিদ খান অত্যন্ত সৎ মানুষ। আমরা বেতাগীবাসী তাকেই এমপি হিসেবে দেখতে চাই। আমরা তার সাথে আছি এবং সাথে ভবিষ্যতেও থাকবো। বদনীখালী বাজারের কার্যক্রম শেষে কর্নেল হারুনুর রশিদ খান কাওনিয়া কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগদান করেন।কলেজে উপস্থিত হওয়ার সাথে সাথে কর্নেল রশিদ খান কে ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা । অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন কর্নেল হারুনুর রশিদ খান ।অনুষ্ঠানে শিক্ষকরা কলেজের জন্য কিছু অনুদান চাইলে কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ)শিক্ষার্থীদের জন্য ১০ টি সিলিং ফ্যান এবং শিক্ষকদের বসার জন্য দশটি উন্নত মানের চেয়ার প্রদান করেন।
ধানের শীষের পক্ষে প্রচারণার সময় কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ) বলেন,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে জনগণের পাশে থেকে নিরলস ভাবে কাজ করে যেতে চাই। দেশ নেএী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে যাব। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি তার সাথে মিশেছি। তার আদর্শে আদর্শিত হয়েছি। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এডিসি হিসেবে দীর্ঘ চার বছর নিয়োজিত ছিলাম। তিনি সকল কে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানান।