1. jnsbd24@gmail.com : admin :
বেতাগীতে কর্নেল হারুনের ধানের শীষের পক্ষে প্রচারণা - দৈনিক বিকাল বার্তা
২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৫|
শিরোনাম :
টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।  জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দলের বিক্ষোভ মিছিল ভাঙ্গায় দুটি ইসলামিক সংগঠনের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। খুলনা জেলার স্টাডি ট্যুরে আগমন জনাব টিএম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা মহোদয়। সংবাদ প্রকাশ করার পর লন্ডনে ভোক্তভোগীকে মেরে ফেলার হুমকি।  পিতার দেওয়া সম্পত্তি জবর-দখলের চেষ্টা ভুক্তভোগী পরিবারের মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ভাঙ্গা-ফরিদপুর সড়কে বাস খাদে পড়ে শিশুসহ ১৫ জন আহত

বেতাগীতে কর্নেল হারুনের ধানের শীষের পক্ষে প্রচারণা

Reporter Name
  • প্রকাশকাল : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

 

বরগুনা জেলা প্রতিনিধি : মিজান:

বেতাগী (বরগুনা) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ) বেতাগী উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে তিনি বেতাগী উপজেলা সদরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, কর্মজীবী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের নানা সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন তিনি।

 

প্রচারণাকালে কর্নেল হারুনুর রশিদ খান বলেন, “দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে একসাথে মাঠে থাকতে হবে।”

 

এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার সাথে উপস্থিত ছিলেন। বাজারের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান। তাদের ভাষায়, “কর্নেল হারুন একজন সৎ ও শিক্ষিত প্রার্থী। আমরা বেতাগীবাসী আর বাইরে থেকে কাউকে চাই না। আমরা তাকে সমর্থন করি এবং তার পাশেই থাকবো।”

 

উল্লেখ্য, কর্নেল হারুনুর রশিদ খানের পিতা ব্যারিস্টার আব্দুর রশিদ খানও এলাকায় একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার স্মৃতিচারণ করে এলাকাবাসী জানান, পিতার মতোই কর্নেল হারুন জনগণের পাশে থেকে কাজ করবেন বলে তাদের বিশ্বাস।

 

প্রচারণা শেষে কর্নেল হারুনুর রশিদ খান উপস্থিত সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।
error: Content is protected !!