বরগুনা জেলা প্রতিনিধি : মিজান:
বেতাগী (বরগুনা) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা কর্নেল হারুনুর রশিদ খান (অবঃ) বেতাগী উপজেলায় ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর ২০২৫) সকালে তিনি বেতাগী উপজেলা সদরের বিভিন্ন স্থানে ব্যবসায়ী, কর্মজীবী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষের নানা সমস্যা ও অভাব-অভিযোগ মনোযোগ সহকারে শোনেন তিনি।
প্রচারণাকালে কর্নেল হারুনুর রশিদ খান বলেন, “দলীয় স্বার্থে নয়, দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ধানের শীষকে বিজয়ী করতে হলে আমাদের সবাইকে একসাথে মাঠে থাকতে হবে।”
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তার সাথে উপস্থিত ছিলেন। বাজারের ব্যবসায়ীরা এবং সাধারণ মানুষ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা সৎ, যোগ্য ও নিষ্ঠাবান প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান। তাদের ভাষায়, “কর্নেল হারুন একজন সৎ ও শিক্ষিত প্রার্থী। আমরা বেতাগীবাসী আর বাইরে থেকে কাউকে চাই না। আমরা তাকে সমর্থন করি এবং তার পাশেই থাকবো।”
উল্লেখ্য, কর্নেল হারুনুর রশিদ খানের পিতা ব্যারিস্টার আব্দুর রশিদ খানও এলাকায় একজন সুপরিচিত ও জনপ্রিয় ব্যক্তি ছিলেন। তার স্মৃতিচারণ করে এলাকাবাসী জানান, পিতার মতোই কর্নেল হারুন জনগণের পাশে থেকে কাজ করবেন বলে তাদের বিশ্বাস।
প্রচারণা শেষে কর্নেল হারুনুর রশিদ খান উপস্থিত সকলকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।