বরগুনা প্রতিনিধি, মিজান:
বরগুনা-২ আসনে নির্বাচনী মাঠে এখন এক বিশেষ উত্তেজনা বিরাজ করছে। অবসরপ্রাপ্ত কর্নেল হারুনুর রশীদ খান (psc, MSc, UNBM) প্রতিদিন ওয়ার্ড থেকে ওয়ার্ড, গ্রাম থেকে গ্রাম ছুটে যাচ্ছেন মানুষের দুয়ারে, সরাসরি পৌঁছে যাচ্ছেন তৃণমূল পর্যায়ে।
যেখানেই যাচ্ছেন, সেখানেই একই দৃশ্য—অভ্যর্থনা, সম্মান, ভালোবাসা এবং তার সততা, অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ।
কৃষক, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে পরিবার-পরিজনদের সাথে সাক্ষাতে এমনকি যারা আগে অন্য রাজনৈতিক দলের সমর্থক ছিলেন তারাও একসুরে বলছেন:
“আমরা এখন আর দল দেখি না, মানুষ দেখি। আমরা এমন একজন নেতা চাই যাকে বিশ্বাস করা যায়, যিনি সততা ও শৃঙ্খলার সাথে দেশকে সেবা দিয়েছেন। আমাদের নেতা কর্নেল হারুনুর রশীদ খান।”
দীর্ঘ সামরিক জীবন, আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং জনসেবার প্রতি দৃঢ় অঙ্গীকারের কারণে কর্নেল হারুন বরগুনার মানুষের কাছে এখন সততা ও আশার প্রতীক।
প্রচারণা যতই তীব্র হচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে একটাই বার্তা—
এই নির্বাচন হবে নেতৃত্ব, সততা ও জনগণের কণ্ঠের নির্বাচন।