মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার অভিযানে সাফল্য অর্জন করেছে কাউনিয়া থানা পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের শনাক্ত এবং ভুক্তভোগীদের হারানো সম্পদ ফেরত দেওয়ায় পুলিশের এ কার্যক্রম স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
কাউনিয়া থানা এলাকায় মোবাইল হারানোর ঘটনা কমাতে নিরলসভাবে কাজ করছে কাউনিয়া পুলিশ। থানায় যোগদানের পর মাত্র কয়েক মাসের মধ্যে এএসআই কে.এম সাইফুল ইসলাম প্রায় ৬০টিরও বেশি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছেন।
সর্বশেষ গত ৫ জুলাই ২০২৫ তারিখে (জিডি নং-২১৯) মোঃ আব্দুল খালেক নিজের হারানো স্যামসাং (মডেল A035) মোবাইল ফোনের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি জানান, ৪ জুলাই দুপুরে বেইলী ব্রীজ বাজার সংলগ্ন এলাকায় তার মোবাইলটি হারিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা নেন এবং ১১ সেপ্টেম্বর মাগরিবের আগেই হারানো মোবাইল ফোনটি উদ্ধার করে ভুক্তভোগী মোঃ আব্দুল খালেকের হাতে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন এএসআই কে.এম সাইফুল ইসলাম ও এএসআই মোছাঃ উম্মে হাবিবা।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ লতিফ শাহ্ বলেন, সাধারণ মানুষের হারানো ফোন উদ্ধার ও যে কোনো সেবা দিতে থানা পুলিশ আন্তরিক। এসব কর্মকাণ্ডে জনমনে পুলিশের প্রতি ইতিবাচক ধারণা তৈরি হচ্ছে। ভুক্তভোগী মোঃ আব্দুল খালেকসহ ফোন ফিরে পাওয়া অন্যান্য মালিকরা থানার এ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।