মো:জাকির হোসেন সৈয়দপুর , (নীলফামারী) সংবাদদাতা
সৈয়দপুরে পৌর ৩ ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে জামায়াতের সমাবেশ
নীলফামারীর সৈয়দপুরে পৌরসভার তিনটি ওয়ার্ডের মহিলা কর্মীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকালে শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠানে এই আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সৈয়দপুর উপজেলা আমীর হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিম বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন ভূঁইফোড় সংগঠন নয়। প্রতিষ্ঠার রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আসছে। ইসলামির মাধ্যমে জনকল্যাণে নিয়োজিত। এবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সমৃদ্ধশালী কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে যাদের পরাজয় নিশ্চিত তারাই নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। দেশের ৭০ শতাংশ মানুষের সমর্থন থাকা সত্বেও পিআর পদ্ধতির বিষয়ে নেতিবাচক কথা বলছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সৈয়দপুর উপজেলা ও শহর শাখা সকল পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত আছে।
জাতীয় নির্বাচনে ভোটারদের দাঁড়িপাল্লা মার্কায় ভোট পাওয়ার জন্য কর্মী সমর্থকদের আরও জোরালোভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের ভোট দেয়ায় আগ্রহী করে তুলতে হবে। ভোটের দিন ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে বিজয় নিশ্চিত করতে হবে। যাতে চাঁদাবাজ, দখলবাজ, ভোটচোর, দূর্নীতিবাজ, লুটেরারা কোনভাবে ক্ষমতায় আসতে না পারে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আসন পরিচালক আখতারুজ্জামান বাদল, সৈয়দপুর উপজেলা নায়েবে আমীর মো. শফিকুল ইসলাম, সৈয়দপুর শহর মহিলা জামায়াতের সভানেত্রী দিলরুবা খানম, সেক্রেটারি শাহানাজ বেগম প্রমুখ। এতে ওই তিন ওয়ার্ডের তিন শতাধিক নারীকর্মী ও সমর্থক অংশ গ্রহণ করেন।