1. jnsbd24@gmail.com : admin :
কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক বিকাল বার্তা
২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| ভোর ৫:৩৬|
শিরোনাম :
টেপাখড়িবাড়ি ইউনিয়ন বিএনপির সদস্য নবায়ন ও সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত।  জৈন্তাপুরে দরবস্ত–কানাইঘাট সড়ক সংস্কারের দাবিতে জনসমাবেশ ধামইরহাটে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত গলাচিপায় ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী দলের বিক্ষোভ মিছিল ভাঙ্গায় দুটি ইসলামিক সংগঠনের বিক্ষোভ মিছিল পলাশবাড়ীতে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল। খুলনা জেলার স্টাডি ট্যুরে আগমন জনাব টিএম মোশারফ হোসেন পুলিশ সুপার খুলনা মহোদয়। সংবাদ প্রকাশ করার পর লন্ডনে ভোক্তভোগীকে মেরে ফেলার হুমকি।  পিতার দেওয়া সম্পত্তি জবর-দখলের চেষ্টা ভুক্তভোগী পরিবারের মহাস্থান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন। ভাঙ্গা-ফরিদপুর সড়কে বাস খাদে পড়ে শিশুসহ ১৫ জন আহত

কাউনিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশকাল : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

মন্জুরুল আহসান শামীম

স্টাফ রিপোর্টারঃ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনকে ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভার আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিদুল হক। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম সফি, উপজেলা জামায়াতে ইসলামী আমীর আব্দুস ছালাম সরকার, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয়ক সাইদুলইসলাম, কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) ব্রজ গোপাল কর্মকার

 

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন্দ্রনাথ বর্মন, সাধারণ সম্পাদক শ্রী কমল কুমার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারা এবং পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

 

সভায় জানানো হয়, উপজেলার ৭২টি পূজামণ্ডপে একযোগে শারদীয় দুর্গোৎসব পালিত হবে। প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনী মোতায়েনের ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পূজার সময় বিদ্যুৎ, স্বাস্থ্যসেবা এবং ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হবে বলে সভায় যানানো হয়।

 

 

সভায় বক্তারা বলেন, পূজা হচ্ছে সার্বজনীন উৎসব। এতে সবার অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। সামাজিক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয়দের সমন্বিত ভূমিকা রাখা জরুরি।

 

 

সভা শেষে উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ প্রশাসনের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
@ চাঁদনী মিডিয়া গ্রুপ ।
error: Content is protected !!