মন্জুরুল আহসান শামীম
স্টাফ রিপোর্টারঃ রংপুরের কাউনিয়ায় ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগে প্রধান শিক্ষক ও তার সহধর্মিনী একই বিদ্যালয়ের সরকারি প্রধান শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষক-শিক্ষার্থীরা ও অভিভাবক বৃন্দ!
বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, শিক্ষার্থীসহ স্থানীয় অভিভাবকরাও অংশ নেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, গতকাল মঙ্গলবার সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম তার বাবা অসুস্থতা জনিত কারণে ১৫মিনিট দেরিতে স্কুলে আসার অভিযোগে প্রধান শিক্ষকের নেতৃত্বে তার সহধর্মিনী ও একই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা শরিফা বেগম রানি লাঞ্ছিত ও অপমানজনক আচরণ করেন , যা শিক্ষক সমাজের মর্যাদাকে হেয় করেছে। দ্রুত তদন্তসাপেক্ষে ঘটনার সুষ্ঠু বিচার ও প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করেন তারা। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
পরে শিক্ষক ও ছাত্র ছাত্রীদের তোপের মুখে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ও তার সহধর্মীর সহকারী প্রধান শিক্ষিকা বিদ্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক কর্মকর্তা জানান, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহন করা হবে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানান প্রতিষ্ঠানের সভাপতি সাহেবের সাথে কথা হয়েছে তিনি এখন ঢাকায় আছেন, যেহেতু প্রধান শিক্ষক অসুস্থ সাভাপতি তাকে বিদ্যালয়ে যেতে মানা করেছেন, আর ঢাকা থেকে এসে বিষয়টি সমাধান হবে।